কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির নিরাপত্তা বাড়াবেন।


কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির নিরাপত্তা বাড়াবেন।

আজকের ট্রিকটা এপ্লাই করলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার সিম ছাড়া লগিন করতে পারবে না।এমনকি আপনিও আপনার সিম ছাড়া অন্য মোবাইলে লগিন করতে পারবেন না।

এখন হয়তো আপনার মনে বিশাল প্রশ্ন ভাই ভাই! যদি আমার মোবাইল চুরি হয়? যদি আমার সিম ভেঙে যায়? তাহলে কী আমি আমার ফেসবুক আইডি হারাবো?

না,ভাই হারাবেন না! আপনাকে আপনার সিমের কাগজপত্র রাখতে হবে, সিমটা হারিয়ে গেলে কাস্টমার কেয়ারে গিয়ে তুলে ফেলবেন।

তো কীভাবে করবেন?
আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি আপনারা অন্য ব্রাউজার বা এপ দিয়ে করতে পারেন।
Setting=>Security and login=> Two Factor Authentication তারপর আপনার ফেসবুক পাসওয়ার্ড দিবেন, কোড যাবে কোড বসাবেন কাজ শেষ!
Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post