স্বাস্থ্যের জন্য উপকারি চুমু



স্বাস্থ্যের জন্য উপকারি চুমু!

চুমুর তুলনা একমাত্র হতে পারে শুধুমাত্র চুমুই। আর এই চুমু খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারও।  শুধুমাত্র মন দেয়া নেয়া, চুমুর মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু গুণ। যা আপনার স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 জেনে নিন চুমুর সেই সব গুণের কথা:

রক্তচাপ: চুমু খেলে সত্যিই কমে যাবে উচ্চরক্তচাপ, হাইপারটেনশন এবং দুশ্চিন্তার মতো ব্যাধিগুলো।

ব্যথা: চুমু খেলে মস্তিষ্কে এন্ডরফিন নামক হরমোনের ক্ষরণ হয়, যা দেহে ব্যথা-বেদনা কমাতে সাহায্য করে।

হৃদপিণ্ড: চুমুর সঙ্গে রয়েছে হৃদয়ের ঘনিষ্ঠ এক সম্পর্ক। তাই, যারা হামেশাই একে অপরকে চুমু খান তাদের হৃদপিণ্ড অনেক বেশি সুস্থ থাকে।

রোগ প্রতিরোধক ক্ষমতা: দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ভালবাসার চুমু। শুধু তাই নয়, চুমু খেলে আইজিই অ্যান্টিবডি হ্রাস পায় এবং মাস্ট সেল থেকে হিস্টারিনের ক্ষরণও কমে। ফলে অ্যালার্জির হাত থেকে রক্ষা পাবে আমাদের শরীর।


মাইগ্রেইন: মাথায় যন্ত্রণা বা মাইগ্রেনের মতো ক্রনিক ব্যথার থেকেও মুক্তি দেবে মুহূর্তের গভীর একটা চুমু।

Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post