ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২১ | Plp file for Pixellab❤
সলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আযহার মধ্যে ঈদ-উল ফিতর তুলনামূলক বেশি জাঁকজমক হয়ে থাকে। মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ তাই ঈদের মহিমা একটু বেশি। ঈদ-উল-আযহা কোরবানির মাধ্যমে আমাদেরকে যেমন আমাদের মনের পশুকে কোরবানি করা শেখায় তেমনি ভাবে ঈদ-উল-ফিতর শেখায় ত্যাগের মহিমা। রমজানের শেষে ঈদ আসে রমজানে প্রত্যেক মুমিন মুসলমান সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদেরকে পানাহার ও সকল প্রকার ভোগ বিলাসিতা থেকে বিরত রাখে। দীর্ঘ এক মাস চলে তাদের এই ত্যাগ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক মুমিনের রোজার মাধ্যমে এ মাসে নিজেকে পরিশুদ্ধ করে। রমজানের অনেক মহিমা থাকলেও এর বৈজ্ঞানিক উপকারিতা কম নয়। রোজার মাধ্যমে আমাদের পাকস্থলী খালি থাকে যার ফলে পাকস্থলীতে সৃষ্ট বিভিন্ন জীবাণু এই সময় ধ্বংস হয়ে যায় । রোজার মাধ্যমে অনেকেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। রমজানের মাধ্যমে ধনীরা গরিব-দুঃখীদের কষ্ট বুঝতে পারে। যার ফলে গরিব দুঃখী অসহায়দের পাশে সমাজের সম্ভ্রান্তরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঈদ-উল-ফিতর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাসের রোজার সকল ত্যাগ-তিতিক্ষা শেষ হয় ঈদের মাধ্যমে। ঈদের দিন ধনীরা ফিতরা দিয়ে থাকে। সকাল সকাল মিষ্টিমুখ করে মুমিন-মুসলমানরা ঈদগাহে উপস্থিত হয়। ঘরে ঘরে রান্না করা হয় বিভিন্ন মিষ্টান্ন পায়েস ফিরনি লাচ্ছা সেমাই সহ বিভিন্ন সুস্বাদু খাবার। এদিন ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। ঈদুল ফিতরের তাৎপর্য প্রত্যেকটি মুমিন মুসলমানের জীবনে অপরিসীম।ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২১ | Plp file for Pixellab
byMamun Ahmed Sohel
•
0