ফেইসবুক হ্যাক হলে কি করবেন?

 ফেইসবুক হ্যাক হলে কি করবেন?


হ্যাকারকে চেনার উপায়


১৷ফেইসবুক ওপেন করুন। 

২৷এবার থ্রি লাইন মেনুতে যান। 

৩৷তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন। 

৪৷সেটিংস অপশন সিলেক্ট করুন। 

৫৷নিচে স্ক্রল করে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন সিলেক্ট করুন। 

৬৷এবার আপনি দেখবেন 'হোয়্যার ইউ আর লগড ইন ' লেখাটি।ডান পাশে থাকা 'সি অল' মেনুতে ক্লিক করলে আপনার একাউন্ট ব্যবহারের ইতিহাস দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে ডিভাইস গুলো ব্যবহার করে ফেইসবুক লগ ইন করেছেন সেগুলো দেখা যাবে।


লগ ইন হিস্টোরি দেখার সময় যদি কোনো অচেনা ডিভাইস চোখে পড়ে, তাহলে ধরে নিন আপনার একাউন্টি ইতিমধ্যেই হ্যাক হয়ে গেছে।অর্থাৎ আপনার ফেইসবুক অ্যাকাউন্ট কারও নিয়ন্ত্রণে রয়েছে।


অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় :


আপনার ফেইসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়,তাহলে লগ ইন হিস্টোরিতে যে ডিভাইস অচেনা মনে হয়,সেটি লগ আউট করে দিন। কীভাবে?


 ডিভাইসটির ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচের দিকে দুটি অপশন আসবে একটি সিকিউর লগইন, অন্যটি লগ আউট। আপনি লগ আউট অপশনে সিলেক্ট করে দেবেন।


 ফলে যে ডিভাইস আপনার অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, সেখানে লগ আউট হয়ে যাবে।এবার নিচের দিকে লগ আউট অব অল সেশনস অপশন দেখতে পাবেন।


 এতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যেসব জায়গায় লগ ইন করা হয়েছে, সব লগ আউট হয়ে যাবে।এরপর প্রয়োজন অনুযায়ী আপনাকে বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে হবে।


হ্যাকিং ঠেকাতে কি করবেন?


প্রথম কাজ,থ্রি লাইন মেনুতে ক্লিক করুন। এবার স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করুন এবং সেটিংস অপশন সিলেক্ট করুন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে যান।


 তারপর স্ক্রল করে 'গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস ' অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এবার আপনি নোটিফিকেশন, মেসেজস এবং ইমেইল অ্যাড্রেস তিনটি অপশন থেকে একটি বেছে নিতে হবে আপনাকে।


তবে বিশেষজ্ঞদের মতে,এই ৩টি অপশনই অন করে রাখা ভাল। এতে যখন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে যাবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে।তাই আপনার ইমেইল অ্যাড্রেস টি যোগ করা না থাকলে ওপরে অ্যাড ইমেইল অ্যাড্রেস ক্লিক করে যোগ করে নিন।

Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post