রাগী মেয়েরা হচ্ছে অসহায়, এরা ন্যাকামি করতে পারে না বলে জীবনের বেশির ভাগ সময় একা কাটিয়ে দেয়। আর এদের রাগের কারণে এবং ন্যাকামি করতে না পারার কারণে প্রিয় মানুষ চলে যায়। বাই এ্যানি চান্স যদি এদের প্রেম হয়েও যায়, তাহলে সেই প্রেম টিকে না। কারণ এরা ন্যাকামি করতে পারে না। আর মোটামুটি সব ছেলেরা চায় তার প্রেমিকা একটু ন্যাকা হোক। ন্যাকামি করতে না পারায় অনেকে এদের আনস্মার্ট, ক্ষেত অথবা ব্যাকডেটেড ট্যাগ দিয়ে চলে যায়।
ভালো থাকতে থাকতে এদের হুট হাট রাগ চলে আসে। হুদাই রেগে যায়! অনেকে তাদের প্রিয় মানুষের সাথে সেই রাগ দেখায়। কিন্তু সেই মানুষটা বুঝতে না পেরে এদের ছেড়ে চলে যায়। শুধু প্রিয় মানুষ না আশেপাশের মানুষের কাছেও তাদের জায়গাটা অন্যরকম থাকে। তবে এরা মুখে মধু আর অন্তরে বি-ষ নিয়ে চলতে পারে না যা মুখে আসে বলে দেয়, এজন্য এদের আশেপাশে সহজে কেউ আসতে চায় না।
কিন্তু যখন রাগ ঠান্ডা হয়ে যায় তখন এদের আদর করে কিছু বললে এরা পৃথিবী এনে দেয়ার চেস্টা করবে। এরা হয় বাচ্চাদের মতো, রাগ কমে গেলে একদম বাচ্চা হয়ে যায়। এদের মন হয় খুবই ভালো। কিন্তু অতিরিক্ত রাগের কারণে এই ব্যাপার গুলো কেউ বুঝতে চায় না। ভয় পায় অথবা ইগনোর করে। অতিরিক্ত রাগ করা মানুষ গুলার মন ভালো হয়..
রাগী মেয়েরা সংসারী হয়! বিয়ের পর এরা জামাই আর পরিবার খুব সুন্দর করে সামলাতে পারে। রাগী মেয়েরা সত্যিকার অর্থে ওয়াইফ ম্যাটারিয়াল। কিন্তু ছেলেরা এখন চায় প্রেমিকা ম্যাটারিয়াল, যে একটু জমিয়ে প্রেম করতে পারবে। মজার ব্যাপার রাগি মেয়েদের সাথে প্রেম করতে পারলে আরো বেশি মজার। এরা আপনার প্রেমে পড়বে না এরা আপনাকে ভালোবাসবে আগলে রাখবে। সময়ে অসময়ে পাশে পাওয়া যাবে, আপনার পকেট খালি নয় বরং আপনার পকেট ভরিয়ে দেয়ার ট্রাই করবে।
একজন রাগি মেয়ের ভালোবাসার মানুষ মানে, আপনি ভাগ্যবানদের একজন। প্রেমিকাকে ভালোবাসুন সাথে তাদের রাগ গুলোও ভালোবাসুন.. ♥
@Mamun Ahmed Sohel
https://m.facebook.com/MamunAhmedSohl