মেয়েদের জন্য ছয়টি সাজ হারাম।
১।ঘন্টাযুক্ত নুপুর পড়া।❌
ঘন্টি,বাজা,ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র।"(সহীহ মুসলিম:২১১৪)
২।কপালে টিপ পড়া।
"ইব্রাহিম (আঃ) এর সময়ে পতীতার মেয়েরা কপালে চিন্থ দিতো,যা এখন টিপ হিসেবে পরিচিত।আস্তাগফিরুল্লাহ!
৩।পরচুল বা নকল চুল লাগানো।❌
(সহীহ বোখারি ৫৯৩৩)
৪।ভ্রু প্লাগ!
রাসুলের অভিশাপ পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়,চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। (বুখারি হাদিস ৪৮৮৬)
৫।শরীরে ট্যাটু করা।❌
আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু)এবং অন্যদের এঁকে দেয়।
(আবু দাউদ ৪১৭০)
৬।পারফিউম ব্যবহার❌
কোনো নারী যদি (কোন প্রকার)সুগন্ধি ব্যবহার করে (পুরুষের)মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী। আস্তাগফিরুল্লাহ!
(আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে,৪৫৪০নং)