রিফাত হত্যাকান্ড" এটা আমার কাছে মোটেও সাধারণ হত্যাকান্ড মনে হচ্ছেনা

"রিফাত হত্যাকান্ড" এটা আমার কাছে মোটেও সাধারণ হত্যাকান্ড মনে হচ্ছেনা...




রিফাত হত্যাকান্ড" এটা আমার কাছে মোটেও সাধারণ হত্যাকান্ড মনে হচ্ছেনা...

মোটিভ আর পারসেপ্সান খেয়াল করেন....
যারা দাঁড়িয়ে দেখছে বলে আমরা তাদের সমালোচনা করছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করেন। এদেরকে আমার সাধারণ জনতা মনে হচ্ছে না। এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা দরকার।

 কেনো যেনো মনে হচ্ছে, এরাও কিলিং মিশনের সদস্য। সাধারণ পাবলিক কখনো এতো ঠাণ্ডা মাথায়, এতো কাছে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই নির্মমতা দেখতো না। প্রতিবাদ বা প্রতিহত না করুক, তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকতো, হয়তো ভয়ে দৌড় দিয়ে সরে যেতো। কিন্তু ভালো করে খেয়াল করেন, এরা নির্বিকার দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছে তারা সবাই মোটামুটি সমবয়সী।

রাজনীতি করতে গিয়ে কিংবা ভার্সিটি লাইফে প্রচুর মারামারি, কোঁপাকুপি দেখছি...
সচরাচর হিট এন্ড রান হইলে এরা মেরেই পালিয়ে যাইতো, কিন্তু এইটা গ্রুপ কিলিং মিশন ছিল, সাথে এদের কাজ ছিল ভায়েবল প্রটেকশন দেয়া...
পুরো ভিডিওটা আবার ভাল করে এনালাইসিস করে দেখেন সবাই।
আমার ধারণা ভুলও হতে পারে। তবে এদের জিজ্ঞাসাদের আওতায় আনতেই হবে।

মুলত আমার কেন জানি মনে হচ্ছে এই হত্যাকান্ডে রিফাতের স্ত্রী #minni_shorif জড়িত।

মিন্নি শরীফের সম্পর্ক ছিল রিফাতের হত্যাকারী নয়ন বন্ড'এর সাথে। শুধু তাই নয়, মিন্নি শরীফ এবং নয়ন বন্ড'এর বিয়েও হয়েছিল।
সেই বিয়ের পর মিন্নি শরীফের দ্বিতীয় বিয়ে হয় রিফাতের সাথে। বিয়ের পরও নয়ন বন্ড'এর সাথে সম্পর্ক রেখেছিল মিন্নি শরীফ, যেটা মিন্নি শরীফের ফেইসবুক স্ট্যাটাস এবং ভাইরাল হওয়া বিভিন্ন ছবি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে তারা সবাই বন্ধু।
মানে রিফাত, শরীফ, নয়ন বন্ড, মিন্নি শরীফ এরা সবাই বন্ধু।
কেন বন্ধুকে বন্ধু এরকম নির্মমভাবে হত্যা করবে?

মূলত আমি বলতে চাচ্ছি এই হত্যাকান্ডে সবাই জড়িত। রিফাতের স্ত্রী মিন্নি শরীফও এই হত্যা কান্ড জড়িত। হয়তোবা সেই আগের স্বামী নয়ন বন্ড'এর সাথে হাত মিলিয়ে বর্তমান স্বামী রিফাতকে হত্যা করেছে। আর সবার সামনে তাকে বাঁচানোর অভিনয় করেছে।

খেয়াল করুন,
১। যখন সন্ত্রাসীরা রিফাতকে মারছিলো তখন তার স্ত্রীর ব্যাগটা অন্য জনের কাছে ছিলো কেনো?
২। তার স্ত্রী এতো বাধা দেওয়া সত্ত্বেও তাকে একটা ধাক্কা পর্যন্ত দেওয়া হল না কেনো?
৩। যিনি বাচাতে আসছিলেন তার আশেপাশে আরও অনেক লোক ছিল তাদের কেউ আসলো না কেনো এবং দা দিয়ে যেখানে কোপাচ্ছে সেখানে তিনি একা আসার সাহস কিভাবে পেলো?
৪। সেখানে এতো লোক থাকতে তার স্ত্রী মিন্নি সরিফ কারও সাহায্য না নিয়ে একা মোকাবেলা করছিলেন কেনো, কাউকে ডাকলো না কেনো?

এখন মুল কথায় আসি, হয়তো আপনারা ভাবতে পারেন যার কাছে ব্যাগ ছিলো তিনি রিফাতকে বাচাতে আসছে হ্যা, সেইটা বুঝলাম, যখন কেউ মারার প্রস্তুতি নিয়ে আসে তখন সামনে কে বাধা দিচ্ছে না দিচ্ছে কিছুই দেখে না কিন্তু ঐ লোকটি বাধা দেওয়া সত্ত্বেও তার গায়ে কোন প্রকার হাত দেয়া তো দুরের কথা তাকে একটা ধাক্কা পর্যন্ত দেয়া হয়নি!
অনেক বড় ঝামেলা আছে রে ভাই

Power By Mamun Ahmed 
Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post