বাংলাদেশ ভারতের ম্যাচ এ আম্পায়ারিং করবে আলিম দার




ক্রিকেট জগতের এক ভয়ানক নাম। বিশেষ করে তার বাজে আম্পায়ারিং এবং ভারতের পাচাটা আম্পায়ারিং নিয়ে রয়েছে নানান তর্ক বিতর্ক। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিং করে সমালোচনায় আসেন আলিম দার।

ঘটনার শুরু।

আলিম দার প্রথম তার আসল রুপ দেখায় ২০১৫ সালের ভারত বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এ।  সেদিন বাংলাদেশের বিপক্ষে বিভিন্ন ভুল ডিসিশন দেয়  তার মধ্যে মাহমুদুল্লাহর ছক্কা কে ক্যাচ আউট দিয়ে দেয়। যার প্রতিবাদ করে বিশ্বের বড় বড় ক্রিকেটার রা। সেই তখন থেকেই আলিম দার কে বাংলাদেশের শত্রু হিসেবে ধরা হয়।

শুধু এখানেই নয় চলতি বিশ্বকাপেও এই আলিম দার তার কুকীর্তি দেখায় বাংলাদেশের বিপক্ষে। বিগত আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ এ থার্ড আম্পায়ার ছিলেন এই আলিম দার। সেখানে লিটন দাসের ক্যাচ টি আফগান ধরার সময় তা মাটিতে লেগে যায় যা সারা বিশ্ব দেখে।তার এই বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই। কিন্তু তাতে সে ক্লান্ত হননি। মনে হচ্ছে বাংলাদেশের সাথে তার কোন পুর্ব শত্রুতা রয়েছে।

তাছাড়া আরেকটি দুঃসংবাদ হলো সামনে ভারতের সাথে ২ তারিখের ম্যাচে আম্পায়ারিং করবে আলিম দার। এখন কি হবে এই ম্যাচে কে জানে আশা করি ভালো কিছু হবে।
Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post