১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা

১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা।
২১ নং পয়েন্ট ভালো করে নোট করবেন। হালকা ভূল হলে, রেজাল্ট আসবে না 🙈👇

পরিক্ষার কক্ষে প্রবেশের আগে নোট করে রাখুনঃ

☢️১।মূল রেজিঃকার্ড ও এডমিড কার্ড ফাইলে এখুনি ঢুকিয়ে রাখুন।এটা ছাড়া পরিক্ষা দিতে পারিবেন না।

☢️২। বৃত্ত ভরাট করার,, লিখার জন্য ৩ বা ৪ টা কলম রাখিবেন।কলম দে কলম দে করাটা বিরক্তর।দেখা যাবে পিছনে কলম চাইতে ঘাড় ঘুরিয়েছি সামনে খাতা নেই।

☢️৩। প্রশ্নে মধ্যে লিখবেন বা দাগ দিবেন না।প্রয়োজনে পেন্সিল ব্যবহার করুন।লিখে আবার মুছে দিবেন।

☢️৪। কেন্দ্রে ১ঘন্টা আগে প্রবেশ করবেন।

☢️৫। শরীর ও মন দুটাই ফ্রেশ ও ঠান্ডা রাখিবেন। টেনশন করা যাবে না।

☢️৬। স্নাতক (সম্মান )শ্রেণীর পরিক্ষার্থী আপনি।শার্ট ও প্যান্ট পড়ে যাবেন।টি শার্ট পরে গিয়ে নিজেকে জোকারের মত পরিবেশন করবেন না।

☢️৭। মেয়েরা যথাযথ পোশাক পরিধান করিবেন।শিক্ষকেরা উৎশৃঙ্খলতা পছন্দ করে না।ফলে অযথা আপনি তাদের রাগের অংশে পরে যাবেন এবং ছোট ছোট সুবিধা থেকে বঞ্চিত হবেন।

☢️৮। যাদের হাত ঘামে তারা রুমাল বা টিসু সাথে রাখবেন।

☢️৯। পানির বোতল সাথে রাখবেন।

☢️১০। আজাইরা পেচাল পারবেন না।

☢️১১। বিকট ও পচা মার্কা পারফিউম কেউ ব্যবহর করে যাবেন না।এতে আপনার পাশে যে বসবে সে অজ্ঞান হয়ে যেতে পারে।তাই বিষয়টা মাথায় রাখিবেন।

☢️১২। যদি ক্রাশ খাওয়ার নিয়ত থাকে তাহলে বাঁশ কিন্তু রেডি থাকবে বুঝে নিবেন।কারন লোকাল বাসের সীট আর সুন্দরী মেয়ে....কখনো ফাঁকা থাকেনা।(নেজেস্ব বাণী বাহে)

☢️১৩। নিজে যা পারবেন সেটা আগে লিখবেন।মায়া দেখাতে গিয়ে খাতা খুলে রাখলে রেজাল্ট অতটাই লুকিয়ে রাখতে হবে।

☢️১৪। হাজিরা খাতাতে আপনার খাতার নাম্বার ও সিখনেচার তুলতে ও লিখতে ভুল করবেন না।টিচার তুললে লক্ষ রাখবেন যেন ভুল না তুলে।

☢️ ১৫। এক্সট্রা লুজ নিলে তার নাম্বার আপনার মূল খাতার পিছনে তুলবেন ও স্যারের নিকট সিগনেচার করিয়ে নিবেন।আপনি যে কয়টা লুজ নিয়েছেন তা স্যারকে বলবেন যাতে আপনার হাজিরা খাতায় তুলে।

☢️ ১৬। সাথে ফোন রাখবেন না এবং না।টিচারের নিকট বা কারো ব্যাগে রেখে দিবেন।মেয়েরা ভুল করে ভ্যানিটি ব্যাগ সাথে রাখবেন না।ব্যাগ টিচারের সামনে বা বারান্দায় থাকবে।

☢️১৭। সময় অপচয় করবেন না।জলযোগ বা বির্ষজন সেরে হলে প্রবেশ করবেন।

☢️১৮। কালার পেন দিয়ে মার্কিং বা পয়েন্ট লিখার নিয়ম নেই।এতে আপনাকে মার্ক বেশিও দিবে না।হাতের লেখার যে মার্ক কাটার সেটা কাটা যাবেই ! আর কালার পেন দিয়ে মার্কিং করা মানে সময় নষ্ট করা।কারন ১বার আপনি কালার পেন তুলবেন আবার টিপে টিপে লিখে পেন রেখে আবার কালো পেন তুলবেন। সময় নষ্ট।বরং কালো কলম দিয়ে পয়েন্টটা ১টু বড় করে

লিখে নিচে দুটা আন্ডার লাইন করে দিলে যথেষ্ট।বাকিটা আপনার অভিরুচি।যা ভালো লাগে করবেন।

☢️১৯। টিচারের সাথে বিনয়ের সাথে কথা বলবেন।আপনাকে যদি তাঁরা ওয়ার্ন করে তবে সেটা মেনে নিবেন।তর্কে জড়ালে দুঃখ হতে পারে।

☢️২০। যদি খাতা কেড়ে নেয় তবে শান্ত থাকবেন।কৈফত দিবেন না বা বুঝ দিতে যাবেন না।১টু পর বিনয়ের সাথে চাইবেন।

☢️২১। আপনাকে যে খাতা দেয়া হবে সেটা আপনার পাবলিক পরিক্ষার মত হবে। তবে ব্যতিক্রম আছে। বলে দিচ্ছি ভালো করে নোট করেন পারলে ৫ বার পড়েন এই পয়েন্ট।
আপনাকে যে খাতা দেয়া হবে তার প্রথম পাতা বৃত্তভরাট করতে হবে। তবে...
🌈১ম অংশের সবার প্রথমে একটা খালি ঘর থাকবে যেখান ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার রেজিঃকার্ডে আপনার যে নাম আছে আপনি অনুরূপ ঐ নাম লিখবেন।
🌈 এর পর রোল ও রেজিঃনাম্বারের ঘর পূরণ করে বূত্ত ভরাট করবেন।
🌈আপনার হাতের বাম পাশে একটা ঘর আছে
⛔পরিক্ষা কোড⛔ নামের। উক্ত ঘরে আপনাকে পরিক্ষা কোড লিখতে হবে।পরিক্ষা কোড আপনার এডমিট কার্ডে ⛔Exam Code⛔ নামে মাঝা মাঝি দেয়া আছে। বোকার মত উক্ত ঘরে বিষয়কোড বা পত্র কোড লিখবেন না❌।
⭕বিষয় কোড⭕ বা পত্র কোডের ঘর আপনার হাতের 👉ডান পাশে আছে আবার বলছি হাতের ডান পাশে। বৃত্ত ভরাট হলে.....
পাতা উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন। যার প্রথম ঘরটাতে
⭕ অনার্স ১ম বর্ষ বা স্নাতক(সম্মান) ১ম বর্ষ লিখতে হবে এবং পরিক্ষা ২০১৯ লিখবেন।
এরপর
⭕বিষয়...... এর ঘরে আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন,উদাহরণঃ
বিষয়ঃ বাংলা ।
তারপর,
⭕বিষয়ের শিরোনাম ঐ ঘরে আপনি যে সাবজক্টের পরিক্ষা দিবেন ঐটার নাম লিখবেন
উদাহরনঃ
বিষয়ের শিরোনামঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ।
তারপর
⭕তারিখের ঘরে যেদিন পরিক্ষা দিবেন।
তারপর,
⭕তারিখ দিয়ে মার্জিন দেয়া শুরু করবেন।

☢️২২। আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন।

আপনার পরিক্ষা সুন্দর হোক।
Mamun Ahmed Sohel

Hi, I'm Mamun Ahmed Sohel ( Black ) CEO Bangla Tech Hub System Can't Make Mamun, Mamun Make System And System Can't be Change without Mamun facebook

Post a Comment

Previous Post Next Post